ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রকাশক দীপন হত্যার বিচার চেয়ে বগুড়ায় মৌন মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
প্রকাশক দীপন হত্যার বিচার চেয়ে বগুড়ায় মৌন মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: প্রকাশক দীপন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মৌন মিছিল করেছে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)।

একই দাবিতে সকাল থেকে দুপুর ২টায় পর্যন্ত শহরের প্রায় তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানান পুস্তক ব্যবসায়ীরা।


 
সোমবার (০২ নভেম্বর) দুপুরে শহরের সাতমাথা এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বুকে কালো ব্যাজ ধারণ করে কর্মসূচিতে অংশ নেন পুস্তক ব্যবসায়ীরা।

পরে প্রকাশকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোরশেদ আলমের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন এই ব্যবসায়ী সংগঠনের নেতারা।
 
কর্মসূচিতে ‍বগুড়া জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি এস জেড এম ফারুক খসরু, হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নজমুল হক সোহেল, আবু জাফর মৃধা, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, আনোয়ারুল হক মনি, কোষাধ্যক্ষ আবুল কাসেম, সদস্য আবু তালেব রাজু উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।