ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অপরাধ দমনে সরকারকেই ভূমিকা রাখতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
অপরাধ দমনে সরকারকেই ভূমিকা রাখতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: সাম্প্রতিক সময়ে লেখক-প্রকাশককে হত্যাসহ আইনশৃংখলা পরিস্থিতির ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চাইছে, মুক্তমনা লেখকদের হত্যা করে তারা দেশের ভাবমূর্তি নষ্ট করছে।

তিনি বলেন, বগ্লার হত্যার অতীতের ঘটনা গুলোর বিচার হলে বর্তমানের ঘটনাগুলো ঘটতো না।



সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় ফেনী আধুনিক সদর হাসপাতালে ফেনীর মাথিয়ারায় সন্ত্রাসীদের লাথিতে সংখ্যালগু অন্তঃসত্বা নারী তুলসী রানী দাসকে চিকিৎসারত অবস্থায় দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে দেশে যে অবস্থা চলছে তাতে সাধারণ জনগণ মনে করছেন অপরাধের সঙ্গে আইনশৃংখলা বাহিনীর একটি অংশও জড়িত। আমি মনে করছি এ ধারণা অমূলক। আর এ ধারণা ভুল প্রমাণিত করতে সরকারকেই ভূমিকা রাখতে হবে। অপরাধ দমনে সরকারকেই বলিষ্ঠ প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারকে খেয়াল রাখতে হবে অপরাধীদের ধরার নামে আবার যেন জজ মিয়া নামের কোনো নাটক তৈরি না হয়।

ফেনীর মাথিয়ারায় সংখ্যালগু এক নারীর ওপর হামলা ও তার গর্ভস্থ শিশু নিহত হওয়ার ব্যাপারে তিনি বলেন, প্রশাসনের উচিৎ হবে যত দ্রুত সম্ভব আপরাধীদের গ্রেফতার করা। না হলে জনগণ প্রশাসনের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। দেশের নাগরিক নিরাপত্তাহীনতায় ভূগবে।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- ফেনী জেলা সিভিল সার্জন ডা. ইসমাইল হোসেন সিরাজী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সারোয়ার জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।