আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চিপস ও পাউরুটির প্যাকেটে অভিনব কায়দায় লুকানো গাঁজাসহ আলামিন (৩০) ও লোকমান (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের টানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক আলামিন রাঙ্গামাটির নানিয়াচর উপজেলার বগাছড়ি গ্রামের মোশারফ মিয়ার ছেলে ও লোকমান একই গ্রামের আশরাফ আলীর ছেলে।
আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন তরফদার বাংলানিউজকে বলেন, সন্ধ্যার দিকে টানপাড়া এলাকায় আলামিন ও লোকমান চিপস ও পাউরুটির প্যাকেট হাতে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় থানার সহকারী উপ-পরিদর্শক জুলহাসের বিষয়টি নজরে আসে। তিনি দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এরপর পাউরুটি ও চিপসের প্যাকেট খুলে বিশেষ কায়দায় লুকানো এক কেজি গাঁজা পান।
তিনি আরও জানান, আটক দুই যুবকের নামে মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
আরএম