ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবারের হরতালের সমর্থনে রাজবাড়ীতে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
মঙ্গলবারের হরতালের সমর্থনে রাজবাড়ীতে মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: মঙ্গলবার গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে রাজবাড়ীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ীর ঐতিহাসিক আজাদী ময়দানে গণজাগরণ মঞ্চ সমাবেশ করে।



পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকার বটতলায় গিয়ে ফের সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, মেজবাউল করিম রিন্টু, শামিমা আক্তার মুনমুন, সুমন বিশ্বাস ও আবদুল হালিম।

বক্তারা একের পর এক ব্লগার হত্যা বন্ধ এবং হত্যাকারী ও হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানান।

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা; কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দেয় গণজাগরণ মঞ্চ।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।