আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় হুইস্কি ও ১৮ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে টহলরত বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।
বিজিবি ১২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার বিকেল ৩টার দিকে টহলরত বিজিবি সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার ধজনগর সীমান্ত এলাকা থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করে।
একই সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শিবনগর থেকে অপর একটি দল ২৪ বোতল ভারতীয় হুইস্কি ও বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল সীমান্ত এলাকা থেকে ৩ কেজি গাঁজা জব্দ করে।
তবে বিজিবি সদস্যরা এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি। সীমান্তে মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ