রাজশাহী: রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় মহানগরীর কুমারপাড়া এলাকায় ছয়তলা ভবনের চতুর্থ তলায় আরইউজে’র কার্যালয় উদ্বোধন করা হয়।
সংগঠনের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
এ সময় রাজশাহীর স্থানীয় পত্রিকা দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সিনিয়র সাংবাদিক বুলবুল চৌধুরী, উত্তরা প্রতিদিনের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু, রাজশাহী মেট্টোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য কাজী গিয়াস ও জাবীদ অপু প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যদের আরইউজের কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, নির্বাহী সদস্য সাইফুর রহমান রকি, জনাব আলীসহ ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএস/এমএ