বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বীজরুল বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এনামুল হক (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬মাসের কারাদণ্ডাদেশ দেন।
সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার ইমামের নেতৃত্বে পরিচালিত আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত এনামুল হক উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বীজরুল বাজার এলাকার আনসার আলীর ছেলে।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এনামুলকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমবিএইচ/এমএ/