রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার (০২ নভেম্বর) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের শালবাড়ির হাট এলাকা থেকে সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে আটক করা হয়।
আটকরা হলেন, রাজধানীর ঢাকার বাসিন্দা আলামিন (২২), দিনাজপুরের শামিনুর (৪৫) ও বদরগঞ্জ উপজেলার শরিফুল ইসলাম (৪০)।
আটকের পর তাদের কাছ থেকে জিহাদি বই, সিডি ও মনিটর উদ্ধার করা হয়। তারা এলাকার লোকজনকে ইসলাম সম্পর্কে ধারণা দিচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, আটকদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর