ফেনী: জেলার বন্দুয়া এলাকায় অ্যাম্বুলেন্স উল্টে আবুল কাশেম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (০২ নভেম্বর) বিকালে ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নিহত আবুল কাশেমের ছেলে মাহবুবুল হক (৪৫), নাতি একরাম (২২) ও হাসান (৩৫)।
আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, পরশুরামের দক্ষিণ কাউতলী চৌধুরি বাড়ির আবুল কাশেম দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। ১২ দিন আগে তাকে রাজাধানীতে একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা শেষ জবাব দিয়ে বাকি দিনগুলো বাড়িতেই চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সোমবার বিকালে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল আবুল কাশেমকে। গাড়িটি ফুলগাজীর বন্দুয়া এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে উল্টে যায়। গুরুতর অবস্থায় আবুল কাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরেদিকে, আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বাংলানিউজকে জানান, পুলিশ ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে। চালক পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএইচ