ফেনী: ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হওয়ার দু’মাস পর এক স্কুলছাত্রীকে ফেনী থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় জেলার সোনাগাজী পৌর শহরের তুলাতলী গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকার উত্তরা সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী নার্গিস আক্তার (১৪) গত ৫ সেপ্টেম্বর রাতে কোচিং শেষে আর বাসায় ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পেলে ওই রাতেই নার্গিসের বাবা খলিল পাটোয়ারী উত্তরা পশ্চিম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
নার্গিসকে উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিবারের লোকজন সোমবার তুলাতলী গ্রামের রহিম উল্যাহর বাড়ি থেকে নার্গিসকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ নার্গিসের সঙ্গে থাকা ছানা উল্যাহ রাকিব (২০) নামের এক যুবককে আটক করে।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আরএইচ