গাইবান্ধা: উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহারিয়ার খাঁন বিপ্লব হত্যাচেষ্টা মামলায় জামিনের পর ফের গ্রেফতার করা হয়েছে বিএনপি নেতা ও সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সিকে।
সোমবার (০২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে জেলা জজ আদালতের সামনে থেকে তাকে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সর্দার বাংলানিউজকে জানান, পলাশবাড়ী থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি গাইবান্ধা সদর থানা হাজতে আছেন।
এর আগে সোমবার বিকেলে ৪টায় জেলা আমলী আদালতের (সাদুল্যাপুর) বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদার জামিন মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আরএইচ