ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হরতালের সমর্থনে সিপিবি’র মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
হরতালের সমর্থনে সিপিবি’র মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লেখক-প্রকাশক হত্যা ও হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের দেশব্যাপী ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে মিছিল করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার (০৩ নভেম্বর) হরতাল শুরুর প্রথম ঘণ্টায় রাজধানীর শান্তিনগর থেকে শুরু হয়ে মিছিলটি মালিবাগ ঘুরে পল্টনের দিকে অগ্রসর হচ্ছে।

সেখানেই এটি শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যা; কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (০১ নভেম্বর) এ অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ।

হরতালের সমর্থনে সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ আজিজ মার্কেটের তৃতীয় তলায় জাগৃতির অফিস থেকে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই দিন দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে হামলা চালিয়ে এর সত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ রণদীপম বসু ও তারেক রহিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।