ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আহসান হাবীবকে হত্যার হুমকির গুজব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
আহসান হাবীবকে হত্যার হুমকির গুজব আহসান হাবীব

ঢাকা: রম্য লেখক আহসান হাবীবকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে গুজব রটেছে। লেখকের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তাকে হত্যার কোনো হুমকি দেওয়া হয়নি।



সোমবার (০৩ নভেম্বর) রাতে জীবনের নিরাপত্তা চেয়ে বনানী থানায় আহসান কবির নামে ‘শুদ্ধাস্বর’ প্রকাশনীর বইয়ের লেখক একটি সাধারণ ডায়েরি করেন। এর ভিত্তিতেই আহসান হাবীবকে হত্যার হুমকির গুজব রটে বলে ধারণা করা হচ্ছে।  

জানা যায়, নিরাপত্তার শঙ্কায় জাগৃতি প্রকাশনীর লেখক আহসান কবির গতকাল সোমবার রাতে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা এ খবর নিশ্চিত করেন।

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার পর ‘আনসার আল ইসলাম’ নামে একটি সংগঠন টুইটারে ওই হত্যা সংক্রান্ত একটি বিশ্লেষণ তুলে ধরে বার্তা দেয়। ওই বার্তায় বলা হয়, জাগৃতি প্রকাশনী থেকে অভিজিৎ রায় ও আহসান কবিরের বই প্রকাশের কারণে দীপনকে হত্যা করা হয়েছে। ওই বিশ্লেষণ প্রকাশের পর আহসান কবির নিরাপত্তা শঙ্কায় এ জিডি করেন।

জাগৃতি প্রকাশনী থেকে আহসান কবিরের ১৬টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘গণতান্ত্রিক গন্ডার’, ‘আপা ম্যাডাম ও থুথু বাবার দেশে’, ‘নিখোঁজ, নিহত নয়’, ‘তালিকাভুক্ত’ ইত্যাদি।

শনিবার (৩১ অক্টোবর) জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যা, কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুর ওপর হামলা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫/আপডেট: ১১০৮ ঘণ্টা
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।