ঢাকা: হরতালের সকালে গাড়ি নিয়ে বের হয়ে বিপত্তিতে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়। শাহবাগ মোড়ে আসতেই তার গাড়িটি আটকে দেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা।
প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা ও আহমেদুর রশীদ টুটুল, রণদীপন বসু ও তারেক রহিমের হত্যাচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে গণজাগরণ মঞ্চের অর্ধদিবস হরতাল।
হরতালের দিন সকালে গাড়ি নিয়ে বের হয়েছিলেন ক্রিকেটার বিজয়। ফার্মগেটের দিক থেকে সকাল ৭টার দিকে তার গাড়িটি শাহবাগ মোড়ে এসে উপস্থিত হয়। হরতালের সমর্থনে শাহবাগ মোড়ে থাকা গণজাগরণ মঞ্চের কর্মীরা তার গাড়িটি আটকে দেন। এ সময় গণজাগরণ মঞ্চের কর্মীদের সঙ্গে বিজয় তর্কে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় বিজয়ের মন্তব্য জানতে গাড়িটির কাছে যেতেই গাড়ি ঘুরিয়ে ফার্মগেটের দিকে চলে যান বিজয়।
এদিকে হরতালের সমর্থনে সকাল সাড়ে ৬টার পর থেকে শাহবাগ মোড়ে জমায়েত হতে শুরু করেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা। মোড়টিতে তাদের ঘিরে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
হরতালের সমর্থনে শাহবাগ মোড়কে কেন্দ্র করে মৎসভবন থেকে শাহবাগ, রূপসী বাংলা হোটেলের মোড় থেকে শাহবাগ এবং কাটাবোন থেকে শাহবাগের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে রাজধানীতে সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কিন্তু অন্যদিনের তুলনায় রাস্তায় গণপরিবহনের চলাচল বেশ কম।
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যা; কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (০১ নভেম্বর) এ অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ।
হরতালের সমর্থনে সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ আজিজ মার্কেটের তৃতীয় তলায় জাগৃতির অফিস থেকে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের মরদেহ উদ্ধার করা হয়। একই দিন দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে হামলা চালিয়ে এর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ রণদীপম বসু ও তারেক রহিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এএসএস/এনএইচএফ/এসইউজে