নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ২৮৮ পিস ইয়াবাসহ সবুজ ও আব্দুর রহমান নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (২ নভেম্বর) রাতে আমানউল্লাপুর ইউনিয়নের কোয়ারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে র্যাব-১১ এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমানউল্লাপুর ইউনিয়নের কোয়ারিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সবুজ ও আব্দুর রহমানকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে তাদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এমজেড