লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ঘরচাপা পড়ে মো. মনির হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার দাসেরহাট জনতা ডিগ্রি কলেজ মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে ঘরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় মনির।
সে লক্ষ্মীপুরের পার্শ্ববর্তী নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজচরা গ্রামের মো. ইউনুছের ছেলে। মনির স্থানীয় চর মটুয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজুল কোরআন শেষ বর্ষের ছাত্র।
মনিরের বড় ভাই হাফিজ আহাম্মদ জানান, বিকেলে দাসেরহাট জনতা ডিগ্রি কলেজ মাঠে ফুটবল খেলা দেখতে যায় মনির। এসময় বেশকিছু দর্শক খেলা দেখতে ওই কলেজের একটি টিনসেট ঘরের চালার ওপর উঠলে ঘরটি ভেঙে পড়ে। এসময় ভাঙা ঘরের নিচে চাপা পড়ে মনিরসহ অন্তত ১৫ জন আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআই