নাটোর: সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর রংপুর-দিনাজপুর-বগুড়া থেকে ঢাকা-খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
নাটোরের তেবাড়িয়া রেলক্রসিংয়ে লাইনচ্যুত আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেওয়ায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, সোমবার (২ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন মালবাহী একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।
নাটোর রেলস্টেশনের সহকারী মাস্টার অশোক চক্রবর্তী ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এমজেড