ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গণজাগরণ মঞ্চের হরতাল সমর্থনে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বরিশালে গণজাগরণ মঞ্চের হরতাল সমর্থনে মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: রাজধানীর শাহবাগে অবস্থিত আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে সারাদেশে গণজাগরণ মঞ্চের ডাকা আধা বেলা হরতালের সমর্থনে বরিশালে মিছিল হয়েছে।

বরিশাল গণজাগরণমঞ্চের নেতাকর্মীরা পুলিশ প্রহরায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ মিছিল বের করে।

মিছিল থেকে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হল চপ্তরে এসে শেষ হয়।

এদিকে, হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি নগর জীবনে। বিভিন্ন গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস এবং লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

তারপরও নাশকতা এড়াতে নগরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।