ঢাকা: স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনের নবম দিনে পঞ্চম দিনের মতো অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
অন্যান্য দিনের মতো মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবির পক্ষে তরা পঞ্চম দিনের অনশন অব্যাহত রেখেছেন।
ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে আন্দোলনের অংশ হিসেবে এই অনশন কর্মসূচি পালন করা হচ্ছে।
আন্দোলনরত শিক্ষকরা জানান, ননএমপিও স্কুল-কলেজ ও মাদ্রাসাকে সরকার স্বীকৃতি দিয়েছে, কিন্তু এমপিও ভুক্ত করেনি। এতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। নামে মাত্র সম্মানি নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। ফলে তথ্যপ্রযুক্তির এই যুগেও এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবব-যাপন করছেন, যা মেনে নেওয়া যায় না।
আন্দোলনরত শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, আমাদের ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির ঘোষণা দেওয়া না পর্যন্ত এই আন্দোলন চলবে।
গত ২৬ অক্টোবর থেকে দাবির পক্ষে প্রেসক্লাবের সামনে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন করে আসছেন।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫ (আপডেট: ১২৪৫ ঘণ্টা)
এমএ/এফবি/টিআই