ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ৫৫ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বেনাপোল সীমান্তে ৫৫ বাংলাদেশি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত-বাংলাদেশে যাতায়াতের সময় শিশুসহ ৫৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর মধ্যে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ২৪ জন ও পুটখালী থেকে ৩১ জনকে আটক করে ২৩  বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। এদের মধ্যে ২২ জন নারী, ২৬ জন পুরুষ ও সাতটি শিশু রয়েছে। তবে এসময় কোনো পাচারকারীকে আটক  করা সম্ভব হয়নি।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুপুরে (১১সি) ধারায় মামলা দায়ের করে যশোর আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।