ঢাকা: ৬ ব্লগার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ৬টি প্রতীকী কফিন নিয়ে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকরা।
একই দাবিতে শুক্রবার (০৬ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার (০৩ নভেম্বর) গণজাগরণ মঞ্চের আহ্বানে অর্ধদিবস হরতাল শেষের আগ মূহুর্তে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ৬ জন ব্লগার হত্যার প্রতিবাদে ৬টি কফিন, পরবর্তী টার্গেট কে? লেখা প্ল্যাকার্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেল ৩টায় রয়েছে শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
ইমরান অভিযোগ করে বলেন, বরিশাল ও রাজবাড়ীতে আমাদের কর্মীদের হরতাল পালনে আইন-শৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে। এরপরও কর্মীরা হরতাল পালন করেছেন। চট্টগ্রামে একজনকে আটক করে ছেড়ে দেওয়া হয়েছে।
দু’ একটি ঘটনা ছাড়া সারা দেশের মানুষ শান্তিপূর্ণ ও স্বত:স্ফূর্তভাবে হরতাল পালন করেছেন বলেও দাবি করেন ইমরান।
হরতাল সফল করায় সকল সহযোদ্ধা ও সমমনাদের প্রতি কৃতজ্ঞতা জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
সরকার ‘জঙ্গি প্রশ্রয়ের অবস্থান’ থেকে সরে একদম জিরো টলারেন্সে এসে জঙ্গি দমন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসইউজে/এএসএস/এনএইচএফ/আরইউ/এএসআর
** চলছে হরতাল, শাহবাগে যান চলাচল বন্ধ
** চলছে গণজাগরণ মঞ্চের হরতাল, শাহবাগে যান চলাচল বন্ধ
** হরতালে আটকে গেলেন ক্রিকেটার বিজয়
** গণজাগরণ মঞ্চের হরতাল শুরু
** হরতালের সমর্থনে সিপিবি’র মিছিল
** রাত পোহালেই গণজাগরণ মঞ্চের হরতাল
** প্রতিবাদের হরতালে জেল হত্যা দিবস পালনের আহ্বান