ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে জাতীয় চার নেতাকে স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
রাজশাহীতে জাতীয় চার নেতাকে স্মরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে স্মরণ করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৩ নভেম্বর) ভোরে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।



পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে একটি শোকযাত্রা বের করা হয়।

শোকযাত্রাটি মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, সোনাদীঘির মোড় ও মণিচত্বর হয়ে মহানগরীর কাদিরগঞ্জে অবস্থিত শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিস্থলে গিয়ে শেষ হয়।

পরে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন শহীদ পুত্র ও রাজশহীর সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক যুগ্ম-সম্পাদক শফিকুর রহমান বাদশা, নওশের আলী ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবু প্রমুখ।

এদিকে, জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছাড়াও মহানগরীর ৩০টি ওয়ার্ড কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে ভোর থেকে মাইকে কোরআন তেলওয়াত করা হচ্ছে। দুপুরে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

এছাড়া, বিকেল ৫টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলের ভেতরে ঢুকে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মুহাম্মদ কামরুজ্জামান ও ক্যপ্টেন মনসুর আলীকে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকরা।

গভীর শোকের এই দিনটি বাঙালি জাতি ভীষণ শ্রদ্ধা আর ভালোবাসা সঙ্গে পালন করে আসছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএস/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।