কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় নৌদুর্ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রী শর্মি রানী দাসের (১১) ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাঁশখাই গ্রামের পাশের ধনু নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
শর্মি রানী দাস উপজেলার ধনপুর ইউনিয়নের সিলুনদিয়া গ্রামের দুলাল দাসের মেয়ে এবং সিলুনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, রোববার বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের রামপুর গ্রাম থেকে সাতজন যাত্রী নিয়ে একটি নৌকা সিলুনদিয়া গ্রামে যাচ্ছিলো। পথে একটি মালবাহী নৌকা যাত্রাবাহী নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে গিয়ে স্কুলছাত্রী শর্মি রানী দাস নিখোঁজ হয়। এ সময় তিন জন আহত হন।
সকালে ধনপুর ইউনিয়নের বাঁশখাই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ধনু নদীতে শর্মি রানীর মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে, স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে।
ধনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রদীপ চন্দ্র দাস বাংলানিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এমজেড