খাগড়াছড়ি: প্রকাশক দীপন হত্যাসহ প্রগতিশীল ও মুক্তচিন্তায় বিশ্বাসীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গণজাগরণ মঞ্চ ও সচেতন খাগড়াছড়িবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
খাগড়াছড়ির শাপলা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে খাগড়াছড়ি গণজাগরণ মঞ্চের সমন্বয়ক মুক্তিযোদ্ধা মংসাথোয়াই চৌধুরী সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহম্মেদ, সমাজকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দাউদ, প্রদীপ চৌধুরী প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে প্রকাশক দীপনসহ প্রগতিশীল ও মুক্তচিন্তায় বিশ্বাসীদের ওপর হামলার বিচার দাবি করেন।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এমজেড