ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত গুলিবিদ্ধ

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় পুলিশের চার সদস্যও আহত হন।



সোমবার (০২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চুরখাই এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ডাকাত সদস্যরা হলেন- আলী হোসেন (২৬) ও রাজিব (২৫) । তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বাংলানিউজকে জানান, ত্রিশালের দরিরামপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অন্য একটি মামলার আসামি ধরতে যায়। এ সময় সেখানে প্রাইভেটকারযোগে এসে ডাকাতরা ডাকাতি শুরু করলে স্থানীয়রা চিৎকার শুরু করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করে।

পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের পেছন ধাওয়া করলে সদর উপজেলার চুরখাই এলাকায় পৌছে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।   এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত সদস্য আহত হন। পরে তাদের আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ডাকাতের ছোঁড়া কার্তুজের আঘাতে উপ-পরিদর্শক (এসআই) মফিজ, ফারুক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম ও কনস্টেবল বাতেন আহত হন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

এ সময় পুলিশ ডাকাত দলের সদস্যদের কাছ থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, একটি রামদা ও চাপাতি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ইমারত।

বাংলাদেশ সময়‍: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।