ঢাকা: বাংলাদেশের প্রতিনিধিত্ব করে নাট্যোৎসবে যোগ দিতে বুধাবর (০৪ নভেম্বর) ইংল্যান্ডে যাচ্ছে নাট্য সংগঠন স্বপ্নদল।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সংগঠটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত মাসব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। ওই উৎসবে নাট্য মঞ্চায়ন করবে স্বপ্নদল’র ১২ সদস্য।
অত্যন্ত মর্যাদাপূর্ণ এ উৎসবে আগামী ৬ ও ৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে স্বপ্নদলের যুদ্ধবিরোধী প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ নামে নাটক মঞ্চস্থ করা হবে।
এর আগে নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা’য় (এনএসডি) অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসবে ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চয়ান করে ব্যাপক সুনাম অর্জন করে স্বপ্নদল।
বাদল সরকারের মূল রচনা অবলম্বনে স্বপ্নদল’র দর্শক নন্দিত ‘ত্রিংশ শতাব্দী’র নাট্যরূপসহ নির্দেশনা দিয়েছেন নাট্যকার জাহিদ রিপন।
নাটক ‘ত্রিংশ শতাব্দী’র মূল কাহিনী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির পারমাণবিক বোমা বিস্ফোরণের অনভিপ্রেত বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
সেই সঙ্গে বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ইরাক, কুয়েত, সিরিয়া, তিউনিশিয়া, ইয়ামেন ও তুরস্কের সম্প্রতিক কালের সহিংস পরিস্থিতিও উঠে এসেছে স্বপ্নদল’র নাটকে।
টাওয়ার হ্যামলেটসের ১৩তম এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ‘স্বপ্নদল’ নাট্য সফর শেষে আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
টিআই