ঢাকা: জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিন লেখককে হত্যাচেষ্টা মামলা গোয়েন্দা (ডিবি) পুলিশে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানান।
সোমবার (২ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে দীপনের স্ত্রী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিন মোহাম্মদপুর থানায় আপর মামলাটি করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ আজিজ মার্কেটের তৃতীয় তলায় জাগৃতির অফিস থেকে ফয়সল আরেফিন দীপনের মরদেহ উদ্ধার করা হয়। একইদিন দুপুরে শুদ্ধস্বর প্রকাশনীর লালমাটিয়া অফিসে প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক-গবেষক রণদীপম বসুকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এনএ/এএ