ঢাকা: ঢাকার বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৫।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় মঙ্গলবার (৩ নভেম্বর) এ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আগামী ৫ নভেম্বর একই স্থানে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ আবু মানসুর আরশাদুল। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সৈনিকও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
জেপি/এএ