ঢাকা: সরকার ঘোষিত ৮ম জাতীয় বেতন স্কেল এবং সিলেকশন গ্রেড সুবিধার দাবি জানিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিআরইউ মিলনাতনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জিয়া উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ম জাতীয় বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল হওয়ায় ডিপ্লোমা প্রকৌশলীসহ ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ন্যায্য বেতন ও মর্যাদা থেকে বঞ্চিত হবে। এ বেতন বৈষম্য নিয়ে অসন্তোষও সৃষ্টি হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বলেন, এসব বিষয়ে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এ সময় তিনি বেশ কিছু দাবি তুলে ধারেন। এগুলো হচ্ছে- ডিপ্লোমা প্রকৌশলীদের চার বছর পূর্তিতে সিলেকশন গ্রেড প্রদান, চাকরির বয়স অনুযায়ী টাইম স্কেল প্রদান এবং চাকরি জীবনে নূন্যতম ৫টি গ্রেড ও ক্রমান্বয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতির বিধান এবং মূল বেতনের ১০ শতাংশ টেকনিক্যাল ভাতা উল্লেখযোগ্য।
এ সময় অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি প্রকৌশলী ফজলুর রহমান খান, মো. খায়রুজ জামান, রেহান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘন্টা, নভেম্বর ০৩, ২০১৫
এফবি/এমএ/আরএ