ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে শিশু অপহরণের পর মুক্তিপন দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
সাভারে শিশু অপহরণের পর মুক্তিপন দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের আড়াপাড়ার স্কুল পডুয়া শিশু তামান্ন‍া আক্তারকে (১১) অপহরণের পর সন্ত্রাসীরা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ তার পরিবারের।  

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে শিশুর বাবা নজরুল ইসলাম সংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

 

অপহৃত তামান্না সাভারের সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী।

তিনি বলেন, শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কোচিং থেকে ফেরার পথে কামাল গার্মেন্টস রোড থেকে তামান্নাকে অপহরণ করে আড়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ফয়সাল ও একরামুল। অপহরণের পর তার পরিবারের কাছে মোবাইল ফোনে কয়েক লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে। এ সময় টাকা দিতে দেরি হলে বা পুলিশকে জানালে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা।

তিনি আরো বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।
 
সম্প্রতি সাভারের বিভিন্ন এলাকায় অপহরণ, গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যা হলে অপহরণ বা খুন হওয়ার ভয়ে কেউ বাড়ির বাইরে বের হতে সাহস পায় না।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩,২০১৫
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।