ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হরতালের প্রভাব নেই রাজশাহীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
হরতালের প্রভাব নেই রাজশাহীতে

রাজশাহী: জেলহত্যা দিবসের কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের ডাকে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি রাজশাহীতে।

সকাল থেকে কোনো মিছিল বা পিকেটিং হয়নি।

স্বাভাবিকভাবেই রাজশাহী-ঢাকা ও অন্যান্য রুটে যান চলাচল করেছে।
 
তবে রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত সকাল ১০টার জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। দুপুর দুইটা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, সকাল থেকেই রাজশাহীতে দোকানপাট খোলা ছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ক্লাস পরীক্ষা স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হয়েছে।
তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু বিভাগে ক্লাস হয়েছে। আর কিছু কিছু বিভাগে হরতালের সমর্থনে ক্লাস হয়নি। অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
 
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, হরতালের কারণে জেএসসি পরীক্ষার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবারের সকাল  ১০টার জেএসসি পরীক্ষা দুপুর দুইটা থেকে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।