ঢাকা: দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করছেন। এর আগেও দাউদ ইব্রাহিমের সঙ্গে তাদের যোগাযোগ করার তথ্য রয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ মন্তব্য করে বলেছেন, মধ্যপ্রাচ্য, পাকিস্তান-আফগানিস্তানসহ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে খালেদা-তারেকের যোগাযোগের প্রাথমিক তথ্য আমাদের কাছে এসছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে বিএনপি ও জামায়াত অঘটন ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তিনি (খালেদা জিয়া) স্বাভাবিক রাজনীতি ছেড়ে অস্বাভাবিক পথে গেছেন। জঙ্গিবাদি তালেবান ও আইএস চক্রের সঙ্গে তার সম্পর্কযুক্ত হওয়ার বিষয়টি খতিয়ে দেখবো।
আন্তর্জাতিক এ যোগাযোগের মাধ্যমে দেশের অভ্যন্তরেও খালেদা জিয়া জঙ্গিবাদের নেতৃত্ব দিচ্ছেন বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান আন্তর্জাতিক জঙ্গি সন্ত্রাসী চক্রের সঙ্গে যোগাযোগ করছেন- সে তথ্য আমাদের কাছে আছে। এর আগেও দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করেছেন তারা।
এ অবস্থায় খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা বা তাকে গ্রেফতার করা হবে কি-না জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সঠিক মামলা দাঁড় করাতে সময় লাগবে। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয়, কাইকেই ছাড় দেওয়া হবে না।
একুশে আগস্ট গ্রেনেড হামলাসহ খালেদা জিয়ার ক্ষমতাকালে দেশের অভ্যন্তরে বিভিন্ন সন্ত্রাসী ঘটনা এবং ক্ষমতার বাইরে থাকার পরে বিভিন্ন জঙ্গি কার্যক্রমেও খালেদা জিয়া সম্পৃক্ত বলে অভিযোগ তোলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন খালেদা জিয়া ক্ষমতায় থাকুন আর বাইরেই থাকুন, দেশেই থাকুন আর বিদেশেই থাকুন নাশকতার সঙ্গে যুক্ত।
খালেদা জিয়া এই মুহূর্তের জঙ্গিবাদি নেতা বলেও মন্তব্য করেন ইনু।
বিদেশিদের রেড অ্যালার্ট ও চলাফেরায় সতর্কতার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এর মধ্যে রাজনীতি আছে। সারা বিশ্বে যে জঙ্গিবাদের তৎপরতা চলছে, বাংলাদেশেও তা দেখা যাচ্ছে। তবে বাংলাদেশে যে মাত্রায় আছে তা অন্য দেশের চেয়ে কম। এ অবস্থায় যখন বিদেশি বন্ধুদের বাংলাদেশে সতর্কতা জারি করা সঠিক নয়।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএমএ/এএসআর