ঢাকা: রাজধানীর মতিঝিলের হোটেল শ্রমিক শিশু রিয়াদ হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে বাংলাদেশ সাধারণ শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তার জানান, শিশু রিয়াদ মতিঝিলের ঘরোয়া হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতো। হোটেল বয়ের কাজে ভুল করায় হোটেলের মালিক মো. সোহেল ও তার সহযোগীরা তাকে মারধর করে, এক পর্যায়ে রিয়াদকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় জড়িত হোটেল মালিক সোহেল ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সংগঠনটির আহ্বায়ক আরমান হোসেন পলাশের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-শ্রমিক নেতা মো. আবু জাফর, ওমর ফারুক, মানবাধিকারকর্মী কে এম
রকিবুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এফবি/এমএ/টিআই