সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বাল্য বিয়ের আসর থেকে আটক বর ও কনের ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সারিয়াকান্দি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান এ জরিমানার আদেশ দেন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত বর ও কনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করে।
সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া পাড়া গ্রামের বাল্য বিয়ের আসর থেকে সোমবার রাত ৮টায় ইউএনও থানা পুলিশের সহযোগিতায় বর সজল মাহমুদ ওরফে সিজানকে (২০) আটক করে থানায় নিয়ে আসে।
সিজান উপজেলার হাটশের ইউনিয়নের খোদ্দবলাইল (হাসনা পাড়া) গ্রামের মোখছেদ আলী প্রামানিকের ছেলে। কনে সারিয়াকান্দি পৌরএলাকার বাড়ই পাড়া গ্রামের তোফাজ্জল হোসের মেয়ে স্থানীয় বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
সারিয়াককান্দি থানার উপ পরিদর্শক (এসআই) কালা চাঁদ জরিমানার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএইচ