ঢাকা: প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ মুক্তমনা লেখক-ব্লগারদের ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।
মঙ্গলবার (০৩ নভেম্বর) এক বিবৃতিতে এসব হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আমরা রাজীব, অভিজিৎসহ সকল মুক্তমনা লেখক হত্যার বিচার দাবি করছি। সেই সঙ্গে দেশবাসীকে পরিস্থিতি সম্পর্কে হুঁশিয়ার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
এদিকে এসব হত্যা-হামলার প্রতিবাদে বুধবার (০৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএমএ/এএসআর