ঢাকা: ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে।
মঙ্গলবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
খাগড়াছড়ি: জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে শহরে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, টাউন হল প্রাঙ্গণে স্থাপিত চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
টাউন হল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক জাহেদুল আলম বক্তব্য রাখেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী উপস্থিত ছিলেন।
পাবনা: বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাবু, বাবু চন্দন কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, আসম আব্দুর রহিম পাকোন, মনির উদ্দিন মান্না, বিজয় ভূষণ, কামিল হোসেন, সোহেল হাসান শাহিন, তসলিম হাসান সুমন, শাজাহান খান মামুন, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু, জেলা ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক বক্তব্য রাখেন।
এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতারা জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
বরিশাল: মঙ্গলবার সকালে নগরীর সোহেল চত্বরে নগর আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেছেন নেতাকর্মীরা।
বরিশাল মহানগর আওয়ামী লীগের পক্ষে সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিমসহ নেতাকর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন। জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মাদ ইউনুসসহ দলীয় নেতাকর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন।
বিকেল ৩টার দিকে জেলা আওয়ামী লীগ ও সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগ দিবসটির তাৎপর্য তুলে ধরে পৃথক আলোচনা সভার আয়োজন করেছে।
চুয়াডাঙ্গা: বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে, জাতীয় চার নেতার জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
জয়পুরহাট: দুপুর ১২টার দিকে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানী, রাজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম বেনু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে, সকাল ৮টার দিকে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
নীলফামারী: দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে, একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগ সভাপতি রামেন্দ্র বর্ধন বাপ্পী, সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ ও জেলা ছাত্রলীগ সভাপতি সজল কুমার ভৌমিক বক্তব্য রাখেন।
ইবি: জেলহত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক অমিত কুমার দাস।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক সোহাগ, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, ছাত্রলীগ নেতা শিশির ইসলাম বাবু, জুয়েল রানা হালিম, আনিচুর রহমান আনিচ, বিপ্লব কর্মকার, সজিবুল ইসলাম প্রমুখ।
লিখিত বক্তব্যে চার নেতা হত্যাকাণ্ডের জড়িতদের বিচার ও শাস্তির দাবি জানানো হয়।
ঝিনাইদহ: দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টার দিকে শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে পোস্ট অফিস মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার বক্তব্য রাখেন।
মানিকগঞ্জ: জেলহত্যা দিবস উপলক্ষে দুপুরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পরে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে শেষ হয়।
রাবি: সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক প্রমুখ।
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে শোক র্যালি বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে রাজশাহী শহরে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবরে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে। র্যালিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া দেশের বিভিন্ন জেলা, উপজেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এমজেড