মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিনের কার্যালয়ে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।
ইউএনও আবুল আমিন বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা দেখিয়ে চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
জানতে চাইলে আসাদুজ্জামান বাবলু বাংলানিউজকে বলেন, আগামীতেও জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব।
এদিকে, স্থানীয় বিএনপির দলীয় সূত্র জানিয়েছে আসন্ন পৌরনভা নির্বাচনে মেয়র পদে লড়তে আসাদুজ্জামান বাবলু প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য তিনি পদত্যাগ করতে পারেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর