বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন রতন আটক করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে তাকে আটকের পর মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, গোপন বৈঠকের সময় সোমবার রাত ১২টার দিকে ইউনিয়নের স্টিমারঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গোপন বৈঠক করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএইচ