ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সৈয়দ নজরুল স্মৃতি ভাস্কর্য স্থাপনের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
কিশোরগঞ্জে সৈয়দ নজরুল স্মৃতি ভাস্কর্য স্থাপনের দাবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: জাতীয় চার নেতার অন্যতম ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণে স্মৃতি ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সদর শাখা কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।


 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর শাখা কমিটির সাধারণ সম্পাদক নূর খান রিমন।
বক্তব্যে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলাম আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ মাতৃকার সেবায় কাজ করেছেন।

তার স্মৃতি রক্ষার্থে মহান এ নেতার জন্মভূমি কিশোরগঞ্জ রেলস্টেশন চত্বরের পতিত জায়গায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানা, নারীনেত্রী বিলকিস বেগম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা স্বপন কুমার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।