ঢাকা: গাজীপুরের টঙ্গীতে ‘মি. বেকার কেক’ ফ্যাক্টরিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদহীন ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-ব়্যাব-১ এই জরিমানা করে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই কারখানায় অভিযান চালানো হয়। পরে করা হয় জরিমানা।
ব়্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এই কারখানা থেকে ৫১ বোতল রঙও জব্দ করা হয়েছে। যার মেয়াদ এ বছরের জুনে শেষ হয়। এছাড়া মি. বেকার কেক তৈরিতে অতিরিক্ত মাত্রায় রঙ ব্যবহার করে, যা মানুষের স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। এসব অভিযোগে তাদের ৬ লাখ টাকা জরিমানা দণ্ড দেওয়া হয়েছে।
চিকিৎসকরা বলছেন, কেকে রঙ ও কেমিক্যাল মানব দেহে জটিল সব রোগ সৃষ্টি করতে পারে। শরীরে ফ্যাটসহ হতে পারে ক্যান্সারের মতো মরণব্যাধিও।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসজেএ/আইএ