ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত কে বি কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পথের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



গত ২৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কে বি কলেজের অধ্যক্ষ ড. এম. আতাউর রহমানের কক্ষে প্রবেশ করে তাকে প্রাণনাশের হুমকি দেয়  বহিরাগত কিছু সন্ত্রাসী।

এছাড়া তারা গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেনকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেন।

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, জীব বিজ্ঞানের সহকারী অধ্যাপক আবু রায়হান ও ইংরেজির প্রভাষক শারমিন নাহারের মদদপুষ্ট কিছু সন্ত্রাসী এ কাজ করেছে।

এ নিয়ে গত ১ নভেম্বর কলেজের শিক্ষক পষিদের সভায় অভিযুক্ত শিক্ষকদের শাস্তি প্রদানের হুঁশিয়ারি দিয়ে ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকতে বলা হয়।

এদিকে, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন গত ২ নভেম্বর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরআগেও বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

তবে অভিযুক্ত দুই শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।