ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন

ডিপ্ল্যোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন মাসুদ বিন মোমেন

ঢাকা: জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ বিন মোমেন। তিনি ড. এ. কে আব্দুল মোমেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।



মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, ১৯৮৫ সালে বিসিএস ক্যাডারে যোগ দেওয়া মাসুদ বিন মোমেন বর্তমানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন। জাপানের আগে তিনি ইতালির রাষ্ট্রদূত ও সার্ক সচিবালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
এছাড়া তার দীর্ঘ কর্মময় জীবনে কাজ করেছেন বিশ্বের বিভিন্ন দেশে।
 
মাসুদ বিন মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর যুক্তরাষ্ট্রের টুফটস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর করেন। ব্যক্তি জীবনে বিবাহিত মাসুদ বিন মোমেন দুই সন্তানের জনক।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
জেপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।