ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাবার সামনেই ঘাতক ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বাবার সামনেই ঘাতক ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ ছবি : প্রতীকী

টাঙ্গাইল: বাবার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির পণ্যবাহী একটি ট্রাক কেড়ে নিল ৫ বছরের শিশু ফাতেমা আক্তারের তাজা প্রাণ।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত ফাতেমা আক্তার বাসাইল উপজেলার হাবলা বিলপাড়া গ্রামের লিটল মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহসড়কের নাটিয়াপাড়ায় বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ফাতেমা আক্তার নামে ওই শিশুটিকে পণ্যবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

দেলদুয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, ঘটনার পরপর স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।