বগুড়া: বগুড়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ ছাত্রীকে অপহরণ করে আটক রেখে ধর্ষণের দায়ে ধর্ষক আবু জাফরকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিচারক ছাইফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
রায়ে আরো বলা হয়, অপহরণের অভিযোগে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও অর্ধলাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ধর্ষণের অভিযোগে ১৪ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। উভয়দণ্ড একসঙ্গে চলবে।
দণ্ডাদেশপ্রাপ্ত আবু জাফর সদর উপজেলার নামুজা বগারপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) নরেশ মুখার্জী এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদার রহমান স্বপন।
বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) নরেশ মুখার্জী জানান, সাজাপ্রাপ্ত আসামি আবু জাফর প্রতিবেশী এক কলেজ ছাত্রীকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। কিন্তু কলেজ ছাত্রীর বাবা প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
এরপর ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে কলেজ যাওয়ার পথে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে আবু জাফর নামুজা। পরে ২৯ ফেব্রুয়ারি এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা আবু জাফরকে অভিযুক্ত করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে আবু জাফরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমবিএইচ/জেডএস