ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পার্কে নববধূর শ্লীলতাহানি, স্বামীসহ ৫ জনের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
পার্কে নববধূর শ্লীলতাহানি, স্বামীসহ ৫ জনের জেল

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে এক নববধূর শ্লীলতাহানির ঘটনার মামলায় স্বামীসহ ৫ জনের ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।



মঙ্গলবার (৩ নবেম্বর) বিকেলে জনাকীর্ণ আদালতে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইকোপার্ক এলাকার বখাটে শফিকুল ইসলাম (২৭), আব্দুস ছালাম (২৫), মনু মিয়া (২৬), ইজারাদারের কর্মচারী গোলাম মোস্তফা (৩০) ও স্বামী নজরুল ইসলাম বুলবুল (২৭)।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ জুলাই মধুটিলা ইকোপার্কে স্বামীর সঙ্গে বেড়াতে আসেন ওই নববধূ। এ সময় বখাটেরা অস্ত্রের মুখে ওই নারীর শ্লীলতাহানি করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

পরে ওই নববধূর পরিবারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে বখাটেরা মোবাইলে ফোনে ছড়িয়ে দেয় ওই ভিডিও।

পরে এ ঘটনায় নববধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় দু’টি  পৃথক মামলা করেন। তদন্ত শেষে স্বামী নজরুল ইসলাম বুলবুল ও ইকোপার্কের কর্মচারী গোলাম মোস্তফাসহ ৫ আসামির বিরুদ্ধে গত বছরের ২৪ ডিসেম্বর আদালতে পৃথক অভিযোগপত্র দাখিল করে।

এরপর মোট ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।