রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে হাজীম উদ্দিন মীর (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম ও একটি কান কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে উপজেলার বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাড়িয়াছনি এলাকার হাজীম উদ্দিন মীরের সঙ্গে একই এলাকার বিল্লাল হোসেনের জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই জমি গত ২২ বছর ধরে হাজীম উদ্দিন ভোগদখল করে আসছেন।
মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষের বিল্লাল হোসেন, ইসমাইলসহ ৫/৭ জন ধারালো অস্ত্র নিয়ে ওই জমিতে বিভিন্ন গাছের চারা রোপণ করে দখলের চেষ্টা চালায়। এ সময় হাজীম উদ্দিন মীর বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন। একপর্যায়ে তার একটি কান কেটে ফেলা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ধরনের অভিযোগ পাননি তারা। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর