ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দেওয়াল চাপায় নিহত ১, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বগুড়ায় দেওয়াল চাপায় নিহত ১, আহত ২

বগুড়া: বগুড়া সদর উপজেলার নামুজা বাংলা বাজার এলাকায় ইটের দেওয়াল চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সুভাশ চন্দ্র (৩২) নামে ওই শ্রমিক নামুজা মাঠপাড়া এলাকার বাসিন্দা।



এ ঘটনায় আরও দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। দমকল বাহিনীর সদস্যরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠিয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোজাহার হোসেন লয়াসহ একাধিক প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, জিয়ার মালিকানাধীন একটি ফার্নিচারের শো-রুমের পাশ দিয়ে রফিকুল ইসলামের বাড়ির নির্মাণের কাজ চলছিল।

নির্মাণ কাজ চলার এক পর্যায়ে শো-রুমের ইটের দেওয়াল ভেঙে তাদের ওপর পড়ে। এতে করে তিনজন নির্মাণ শ্রমিক সেই দেওয়ালের নিচে চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই সুভাশের মৃত্যু হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে দুইজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।   

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।