ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

তথ্য পাওয়ায় কোনো ঘাটতি থাকবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
তথ্য পাওয়ায় কোনো ঘাটতি থাকবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংবাদকর্মীদের তথ্য সরবরাহে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না।
 
মঙ্গলবার (০৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে তিনি এ কথা জানান।


 
নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে বিএসআরএফ সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ দীন ইসলামসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রের যদি চারটি পিলার থাকে তাহলে মনে করা হয়, সংবাদমাধ্যম তার একটি।  
 
তিনি বলেন, আমরা কেউ বিচ্ছিন্ন দ্বীপের মানুষ নই। সমাজের সবারই ভূমিকা রয়েছে। আমাদের একটি ভূমিকা রয়েছে, আপনাদেরও (সংবাদ কর্মী) একটি ভূমিকা রয়েছে। আমরা একে অন্যের পরিপূরক। ব্যক্তিগতভাবে আমি কখনও সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করি না। এটা ভাবিও না মনেও করি না। যেখানে কাজ করেছি, সেখানেই সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছি।
 
সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে চলার পরিবেশটা হয়তো অনেক জায়গায় নেই। তবে এখানে থাকবে। কারণ, এদেশের ভালো-মন্দ যেমন আমরা বুঝি, তেমনি সাংবাদিকরাও বোঝেন।
 
সাংবাদিকরা সরাসরি ফোন করেও তার সার্বক্ষণিক সহযোগিতা পাবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
 
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএমএ/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।