ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে আলিম সরকার (২৪) নামে এক বখাটে।

এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে ওই ছাত্রীর চাচা বাদী হয়ে আলিম সরকারের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা করেছেন।



বখাটে আলিম সরকার উপজেলার কালেরপড়া গ্রামের আব্দুল হাই সরকারের ছেলে।

পুলিশ জানায়, প্রায় তিন মাস আগে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় আলিম। প্রেমে সাড়া না পেয়ে ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন তিনি। একপর্যায়ে ওই ছাত্রীর মা-বাবা আলিমের মা-বাবার কাছে বিচার দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন আলিম।

গত ১ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আলিম ওই ছাত্রীর শয়নকক্ষের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন ছুটে আসলে পালিয়ে যায় আলিম। পরদিন ছাত্রীর চাচা এ বিষয়ে থানায় অভিযোগ করেন। কিন্তু প্রায় একমাসেও তা রেকর্ড করা হয়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গ্রামের মাতবররা স্থানীয়ভাবে ঘটনাটি মীমাসার চেষ্টা করায় মামলা রেকর্ড করতে দেরি হয়েছে। আলিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।