ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে এক মানবপাচারকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
পাঁচবিবিতে এক মানবপাচারকারী গ্রেফতার

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভুইডুবা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক মানবপাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে র‌্যাবের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আল মামুন শিকদার।



গ্রেফতার মানবপাচারকারী পাঁচবিবি উপজেলার ভূইডোবা গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে।

র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, মানবপাচারকারী মিজানুর রহমান নেপাল পাঠানোর জন্য নরসিংদীর শিবপুর উপজেলার নগর গ্রামের জাকির হোসেন (৩৫), আরালীর নুরুল মিয়া (২৫), আশরাফ পুরের আল আমীন (২৫), পূবের গাওয়ের কাজল মিয়া (৩২), নাজমুল ইসলাম (১৯), সালিতাকান্দির সোহরাব মিয়া (১৮), মানিক হোসন (২৫), ধানোয়ার খোকন মিয়া (২৩), পলাশ মৃধা (২৫), জয়নগরের কবির হোসেন (২৮), শিবপুরের মেরাজ মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা গ্রহণ করে।

ওই ১১জনকে অবৈধ ভাবে বিভিন্ন দেশে নদীপথে পাচারের প্রস্তুতি গ্রহণের বিষয়টি তারা বুঝতে পারলে সর্বশেষ ১ আগস্ট জয়পুরহাট সদর থানায় মানবপাচার প্রতিরোধ আইন ২০১২ এর ৬/৭/৮ ধারা অনুযায়ী ভিকটিমের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার আল মামুন শিকদার জানান, গ্রেফতার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।